এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে বাড়াবাড়ি

প্রসঙ্গঃ এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে বাড়াবাড়ি ও অতি ভাবাভাবি (পক্ষে ও বিপক্ষে উভয় দল থেকে) (আমি এআই কন্টেন্ট লাভার ও না, হেটার ও না। আমার মতে, ওই সব অনলাইন টুলস এর মাঝে এটাও একটা টুল, যেগুলা সবাই ব্যাবহার করছেন প্রতিদিন।) এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে, কিছু কমন প্রশ্ন, বার বার শুনতে শুনতে, আমাদের কান ঝালাপালা! প্রশ্ন গুলো সবাই কম-বেশি জানেন, তাই এখানে আর বললাম না। খুব সাধারন কিছু প্রশ্নের উত্তর ও প্রাসঙ্গিক কিছু কথা নিচে বলার চেষ্টা করেছি, আসুন দেখে নেই। এআই টুল বা সফটওয়্যার কি? এআই (সফটঅয়ার) নিয়ে আমরা অনেকেই অনেক ভুল ধারনা পোষণ করি। অনেকে মনে করি, এআই হল টার্মিনেটর, রোবট - এসব সিনেমার অতি শক্তিশালী, অতি মেধাবী, সবজান্তা রোবট চরিত্রগুলোর মতো। অনেকে তো এমন মনে করে (তাদের কথা বা প্রশ্ন শুনে মনে হয়) যে, এআই হল এমন কিছু, যেটা (ধরুন) মাছ ধরে, কেটে, রান্না করে, কাঁটা বেঁছে, চিবিয়ে ও দিবে, এরপর সে শুধু খাবে আর হজম করে পুষ্টি নিবে! প্রকৃতপক্ষেঃ ১. এআই কন্টেন্ট জেনারেটর আর দশটা অ্যাডভান্সড অনলাইন টুল এর মতো একটা টুল। এটা জাস্ট একটা ইনফরমেশন কালেক্টর অ্যান্ড প্রোভাইডার। তবে এই টুল একজন রাইটার...