এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে বাড়াবাড়ি

 প্রসঙ্গঃ এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে বাড়াবাড়ি ও অতি ভাবাভাবি (পক্ষে ও বিপক্ষে উভয় দল থেকে)

(আমি এআই কন্টেন্ট লাভার ও না, হেটার ও না। আমার মতে, ওই সব অনলাইন টুলস এর মাঝে এটাও একটা টুল, যেগুলা সবাই ব্যাবহার করছেন প্রতিদিন।)

এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে, কিছু কমন প্রশ্ন, বার বার শুনতে শুনতে, আমাদের কান ঝালাপালা! প্রশ্ন গুলো সবাই কম-বেশি জানেন, তাই এখানে আর বললাম না। খুব সাধারন কিছু প্রশ্নের উত্তর ও প্রাসঙ্গিক কিছু কথা নিচে বলার চেষ্টা করেছি, আসুন দেখে নেই।

এআই টুল বা সফটওয়্যার কি?


এআই (সফটঅয়ার) নিয়ে আমরা অনেকেই অনেক ভুল ধারনা পোষণ করি। অনেকে মনে করি, এআই হল টার্মিনেটর, রোবট - এসব সিনেমার অতি শক্তিশালী, অতি মেধাবী, সবজান্তা রোবট চরিত্রগুলোর মতো। অনেকে তো এমন মনে করে (তাদের কথা বা প্রশ্ন শুনে মনে হয়) যে, এআই হল এমন কিছু, যেটা (ধরুন) মাছ ধরে, কেটে, রান্না করে, কাঁটা বেঁছে, চিবিয়ে ও দিবে, এরপর সে শুধু খাবে আর হজম করে পুষ্টি নিবে! প্রকৃতপক্ষেঃ

১. এআই কন্টেন্ট জেনারেটর আর দশটা অ্যাডভান্সড অনলাইন টুল এর মতো একটা টুল। এটা জাস্ট একটা ইনফরমেশন কালেক্টর অ্যান্ড প্রোভাইডার। তবে এই টুল একজন রাইটার যেভাবে টাইপ করে, এই রকম একটা ঢঙে বা দৃশ্যে আপনাকে তথ্য দেখায়। অর্থাৎ, এই টুল টা, হিউম্যান রাইটার যেভাবে লেখে, ওই ভাবে ডিজাইন করা। এভাবে রিভিল করলে, এটা মানুষকে বোকা বানানোর মতো একটা ব্যাপার! তবে এআই টুল ভুয়া বা ভুয়া তথ্য দেয় - এমন নয়।

২. মনে রাখবেন, এআই (সফটঅয়ার) নিজে থেকে কিছুই (নিউ আইডিয়া, ইনোভেশন, থিঙ্কিং) তৈরি করতে পারে না। এটা আগে থেকে ওয়েব এ থাকা তথ্য বিশ্লেষণ করে করে আউটপুট দেয়। এআই এর একটা খুব পরিচিত / জনপ্রিয় ব্যাবহার (পড়ুন বাটপারি) হয় স্মার্টফোন ইন্ডাস্ট্রি (এন্ড্রয়েড ক্যামেরা) তে।

এআই কন্টেন্ট এর ব্যাবহারঃ

এআই টুল কাজে লাগিয়ে, কন্টেন্ট লিখা যেতেই পারে। এআই টুল দিয়ে আপনার কন্টেন্ট এর প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করে, তারপর কাট-ছাঁট, জোড়া-তালি, সংযোজন-বিয়োজন, অংশ প্রতিস্থাপন, ইত্যাদি যা যা করা দরকার, তা তা ঠিকমতো করে, ভালো একটা কন্টেন্ট পেতে পারেন অনেক কম কষ্টে।

এক্ষেত্রে, আপনার কন্টেন্ট যত রেডিমেড সেটা তত খারাপ, যত রিফাইন করবেন তত ভালো হবে - সহজ হিসাব।

এআই টুল কার জন্যঃ

আপনি দক্ষ হলে, এআই দিয়ে অনেক ভালো কিছু লিখতে পারবেন! দক্ষ না হলে, অখাদ্য বের হবে ওই টুল থেকে। তখন সেটাকে আর্টিকেল না বলে, বলা যাবেঃ বাক্য-পিণ্ড, তথ্য-পিণ্ড, লেজেগোবরে, বা হযবরল ইত্যাদি।

অর্থাৎ, যে ভালোভাবে বুঝে না, ভালো আর্টিকেল এর গঠন সম্পর্কে, বা যার কাছে অনেক লেখালেখি, অনেকগুলো বাক্য, ১০০০ শব্দ ২০০০ শব্দ - এসব মানেই আর্টিকেল, তার জন্য এআই টুল হল "বানরের গলায় মুক্তার মালা"।

এআই কন্টেন্ট ভালো নাকি খারাপঃ

এর উত্তর ইতিমধ্যে দেওয়া হয়েছে। আবার দিচ্ছি সরাসরি। উত্তর হলঃ ১. এআই কন্টেন্ট ভালো ও না, খারাপ ও না। ২. খারাপের পাল্লা ভারী বেশি।

১. এআই কন্টেন্ট ভালো ও না, খারাপ ও নাঃ

ওই যে উপরে বলেছি "আপনি দক্ষ হলে"। যে এই টুল টা চালনা করছে, সে ভালো হলে, জ্ঞানসম্পন্ন হলে, এআই টুল এর সাহায্য নিয়ে ('টুল দিয়ে' নয়) ভালো কন্টেন্ট নির্মাণ করা (পাওয়া নয়) যাবে। আর যে মনে করে, এআই টুল হল, আঁখের রস বের করার মেশিন, সে তো অখাদ্য দিয়ে ওয়েবটা ওভারলোড করে ফেলবে, ঈদ এর সময়ের লঞ্চ-রেলগাড়ির মতো। এই ব্যক্তির ওই সব অখাদ্য দেখে মনে হবে, এআই কন্টেন্ট ভালো না।

২. খারাপের পাল্লা ভারী বেশিঃ

এআই টুল, কোন বিষয়ে বিবেক-বিচার করা, কোন অংশ বাদ দিতে হবে সেটা বুঝা, কোনটা আগে কোনটা পরে তা ঠিক করা, ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ কাজ মানুষের মতো করতে পারে না। কোন এআই টুল, অনলাইন জগতে যে তথ্য আছে, বা ওই নির্দিষ্ট টুল এর তথ্য পাওয়ার যতটুকু ক্ষমতা আছে, এর বাহিরে সেই টুল কিছুই দিতে পারবে না। আরও অনেক ব্যাপার আছে। আর বলতে ভাল্লাগতাছে না।

এআই কন্টেন্ট, হিউম্যান রাইটার থেকেঃ

এআই টুল দিয়ে কন্টেন্ট লিখে সেটা না জানিয়ে সেল করা ঠিক নয়, প্রতারনা। যত যুক্তিই দেখানো হোক না কেন, একাজ হালাল হয়ে যাবে না। কেউ ব্যাবহার করলে জানানো উচিত। একজন 'হিউম্যান রিটেন' হিসেবে টাকা দিচ্ছে, আর তাকে দেওয়া হচ্ছে এআই কন্টেন্ট - এমনটা এখন অনেকের সাথে হচ্ছে, যা খুবই দুঃখজনক!

** এটা ধরার একটা উপায়ঃ এরা কন্টেন্ট এর মূল্য খুবই কম চায়।

তবে, তাদের জন্য একাজ ঠিক আছে, যারা অনেক সময় নিয়ে যথেষ্ট কষ্ট করে কন্টেন্ট লিখে দিলেও, প্রাপ্য/সঠিক মূল্য দিতে চায় না, উদাহরণস্বরূপ বলা যায়, যারা ১০০০ শব্দের জন্য ২০০-৩০০ টাকা প্রস্তাব করে।

এআই কন্টেন্ট কি মামায় বুঝে ফেলবেঃ

(এটা শুনলেই হাসি পায়) আপনি এআই দিয়ে লিখেছেন - এটা আপনি জানেন, মামায় তো আর জানে না। আপনি তো আর কন্টেন্ট এর কোথাও উল্লেখ করে দেন না যে, "ইহা একটি এআই জেনারেটেড কন্টেন্ট", তাই না? মুলত, যারা অখাদ্য উৎপাদন করে বা (প্রায়) হুবহু মারে, তারাই ধরা খাওয়া নিয়ে দুশ্চিন্তা করে বেশি, যেমন "চোরের মন পুলিশ পুলিশ" করে।

মামায় পরে ঘাড়াবে না তো আমাকেঃ

কন্টেন্ট এআই থেকে নেন আর আপনার বিয়াই থেকে নেন, তাতে কিছু যায়-আসে না, যদি কন্টেন্ট এর সতীত্ব ঠিক থাকে। মানে, আমরা যে যে কারণে, যাদের জন্য, যা যা দিয়ে, যেভাবে কন্টেন্ট লিখি - সেসব যদি ঠিক থাকে বা ন্যূনতম ঠিক থাকে।

দেখেন, অনেক রাইটার আছে, যারা এআই থেকেও জঘন্য কন্টেন্ট লিখে। তাদের কন্টেন্ট এর কি হবে? আসলে, আপনি কিওয়ার্ড এর জন্য সঠিক তথ্য দিয়েছেন কিনা, যথেষ্ট হয়েছে কিনা পাঠক এর চাহিদা পূরণে - এগুলোই মূল বিষয়, তাই না? তাহলে, কন্টেন্ট যে ই লিখুক, সেটা ভালো হওয়াটাই আসল দরকার। কন্টেন্ট খারাপ হলে, সেটা যে ই লিখুক না কেন, ফ্লপ মারবে বা বাম্বু খাবে। আর ভালো হলে (ভুল তথ্য না দিলে, নিরস বয়ান না হলে, ইত্যাদি), সেটা এআই থেকে আসলেও, বিজয়ী হতেই পারে।

শেষ কথাঃ 

ভাই (এবং বোনেরা), আপনারা যারা একরকম "এআই কন্টেন্ট বিরোধী", তারা কি ahrefs, Semrush, CopyScape, ইত্যাদি টুল ব্যাবহার করেন না? ওই সব কাজ তো ম্যানুয়ালি না করে, টুল এর সাহায্য নেন। এআই কন্টেন্ট টুল এর বেলায় ও তো ব্যাপারটা একই। তাই নয় কি?

যা কিছু বললাম, আপনার জানামতে কোন ভুল থাকলে, কমেন্টে ধরিয়ে দিবেন। ধন্যবাদ! 

Comments

Popular posts from this blog

মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম | ট্রেনের টিকিট কাটার অ্যাপস

ইভেন্ট ম্যানেজমেন্ট কি | কিভাবে শুরু করবেন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা